ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

গোপন কথা ফাঁস করলেন মোনালিসা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ৫ জুন ২০১৮ | আপডেট: ০০:০৪, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী মোনালিসা ক্যারিয়ারের প্রথমে ভারতের একটি বেসরকারী টিভি চ্যানেলের সঞ্চালনা দিয়ে কাজ শুরু করেন। বলা বাহুল্য গানের ওই প্রোগাম থেকেই তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর লম্বা বিরতি৷ স্বপ্নসন্ধানী নামে একটি নাট্যদলে যোগদান করে নিজের অভিনয় সক্ষমতা বৃদ্ধি করেন। এরপরে ঢুকলেন ধারাবাহিকে৷ বেশ কয়েক বছর সিরিয়াল করছেন৷ বলতে গেলে বর্তমানে সবথেকে এক্সপিরেন্স অল্পবয়সী টেলিঅভিনেত্রীর মধ্যে অন্যতম মোনালিসা৷ এ অভিজ্ঞতা থেকে ছোটটর্দার গোপন তথ্য প্রকাশ করলেন মোনালিসা।  

ছোটপর্দার গোপন তথ্য নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী মোনালিসা জানান, “ধারাবাহিকের গল্প আরও বাস্তববাদী হওয়া উচিত। যদিও অনেকেরই মতে দর্শকদের চাহিদা এখন এরকমই তাই এমন গল্পই চলছে সব ধারাবাহিকে। কিন্তু আমরা বলব একটু রিস্ক নেওয়া কী যায় না? ভালো কনটেন্ট সবাই চাইছে? তাহলে এত ভয় কীসের নিজেকে পরিবর্তন করার?”

পাশাপাশি নায়িকা তাদের কাজের চাপ নিয়েও মুখ খোলেন৷ তিনি জানান, ‘‘সকলে এত প্রফেশ্যনাল হয়ে পড়ছে যে সঠিক কোনো টাইমিং তৈরী করাই যাচ্ছে না, অমানুষিক চাপ দিয়ে কাজ করানো হচ্ছে৷ অন্যদিকে টাকা কিন্তু সকলের খুব প্রয়োজন। টাকার তাগিদে অনেকে এই চাপটা মেনে নিতে বাধ্য হচ্ছে৷ একটানা ২০ ঘণ্টা, ২৩ ঘণ্টা ধরে সকলে কাজ করছেন ।  

ব্যক্তিগতভাবে আমি নিজে খুব ভোরে মেকআপ নিয়ে কাজে বেরিয়ে যেতে হয়। আর যারা মূল ক্যারেক্টর করছে তাদের পরিশ্রমটা আরও অসহনীয়। সবাই নিজের দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন। কারোর কাজেই কমতি নেই৷ কিন্তু এই সময় নিয়ে সমস্যা কোনদিনই মিটছে না। চ্যানেল কর্তৃপক্ষের এই বিষয়টি দেখা উচিত।’’

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি